পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০০৯

সিডি/ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে Insert অপশন যোগ করা

সিডি বা ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে Eject অপশনটি আগে থেকেই দেয়া থাকে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে Insert অপশনটি দিলে কি ক্ষতি হতো। যাক নেই যখন, বলে আর কি লাভ। আপনি নিজেই তা দিয়ে দিন।


Insert অপশনটি যোগ করার জন্য প্রয়োজন হবে একটি dll ফাইল। প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করার পর আপনাকে যা করতে হবে তা হলো -
  •  ডাউনলোডকৃত ফাইলটি আনজিপ করে নিন
  • cdeject.dll নামের ফাইলটি কপি করে C:\WINDOWS\system32 ফোল্ডারে পেস্ট করুন
  • এবার নিচের কোডগুলো কপি করুন

Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{02A07E80-EFA2-11D4-8306-A7EBD4C50C7C}]
@="CDEject Context Menu Shell Extension"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{02A07E80-EFA2-11D4-8306-A7EBD4C50C7C}\InprocServer32]
@="C:\\WINDOWS\\system32\\cdeject.dll"
"ThreadingModel"="Apartment"
[HKEY_CLASSES_ROOT\Drive\shellex\ContextMenuHandlers\{02a07e80-efa2-11d4-8306-a7ebd4c50c7c}]
@="{02a07e80-efa2-11d4-8306-a7ebd4c50c7c}"

  • নোটপ্যাডে পেস্ট করুন এবং .reg এক্সটেনশন (xxxxxx.reg) দিয়ে সেভ করুন
  • এরপর সেভ করা ফাইলে ক্লিক করে ok দিয়ে রেজিস্ট্রিতে এন্ট্রি করুন
এখন সিডি/ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে দেখুন Insert অপশন এসে গেছে।
উৎসঃ মিথুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Powered By Blogger