পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০০৯

জিপিএস ভেহিকেল ট্রাকিং সিস্টেম - পর্ব ১

গ্লোবাল পজিশনিং সিস্টেম(জিপিএস) এর মাধ্যমে পৃথিবীর যে কোন জায়গায় বসে যে কোন আবহাওয়ায়, কোন অবজেক্ট কে চব্বিশ ঘন্টা মনিটর করা যায়।

সম্পুর্ন সিস্টেমটি তিনটি অংশে বিভক্ত :

১. পৃথিবীকে প্রদক্ষিনরত ২৪ থেকে ৩২ টি স্যাটেলাইট
২. পৃথিবীতে অবস্থিত চার(৪)টি কন্ট্রোল এবং মনিটরিং ষ্টেশন
৩. ইউজার এর নিকট একটি জিপিএস রিসিভার

জিপিএস কার ট্রাকিং সিস্টেম বাংলাদেশের মানুষের কাছে নতুন হলেও এই প্রযুক্তি দেশে এসেছে আরো কয়েকদিন আগে। NITS Service Ltd. নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এটি ব্যপকভাবে প্রচলন করছে। সম্প্রতি বাংলালিংক NITS এর সাথে চুক্তি করে এই সার্ভিস টি দেয়ার কথা ঘোষনা  করেছে।

এখানে বলে রাখা ভাল যে এই সার্ভিস এর সাথে মোবাইল অপারেটরের কোন সম্পর্ক নেই। স্যটেলাইটের মাধ‌্যমে সংগৃহীত ডাটা একটি সার্ভারে জমা হয়। এই সার্ভারের একটি ওয়েব সাইটের মাধ্যমে লগইন করে ইউজার তার অবজেক্ট টি মনিটর করতে পারে। এই অবজেক্ট শুধু গাড়ি নয়। যে কোন কিছুই হতে পারে।

এই সার্ভিস টি পেতে হলে ইউজারকে একটি রিসিভার ডিভাইস কিনতে হবে। এই ডিভাইস টি ইনস্টলের সময় ইউজারকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং মাসিক কিছু ভাড়া দিতে হবে। তার বিনিময়ে ইউজার একই পাসওয়ার্ড পাবে। এই পাসওয়ার্ড টির মাধ্যমে NITS Service Ltd. এর ওয়েব সাইটে লগইন করে মনিটর করতে পারবে। সার্ভিসটি গুগল ম্যাপ এর মাধ্যমে ইউজাররা পাবেন। যারা গুগল আর্থ ব্যাবহার করেছেন তাদের কাছে ব্যপারটি আরও পরিস্কার হবে।
উপরের ছবিতে গাড়ির ছবি দেখা যাচ্ছে। সবুজ রংয়ের গাড়ি গুলো চলন্ত অবস্থায় আছে। মেসেজ এ গাড়িটির বর্তমান গতি এবং পাশের ট্যাবে লোকেশন দেখা যাচ্ছে। জিনিসগুলো আসলে ছবি আকারে দেখা যায় এবং প্রতি মিনিটে একবার রিফ্রেশ হয়। ভবিষ্যতে হয়তো বাইরের দেশের নেভিগেশনের মতো লাইভ ভিডিও আকারে দেখা যাবে। লাল রংয়ের গাড়িগুলোর ইন্জিন বন্ধ আছে। ছবির বাম দিকে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। View All Vehicles এ ক্লিক করলে সবগুলো গাড়ি একসাথে দেখা সম্ভব। Tools অপশনটি আরও কাজের। এর মাধ্যমে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায় যা আটোমেটিক ফ্লিট রিপোর্ট তৈরি করে।



এই অপশন গুলোর যে কোন একটিতে ঢুকলে বিস্তারিত পাওয়া যাবে।

চলবে...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Powered By Blogger