পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ মার্চ, ২০১০

বিশেষ বিশেষ কিছু ফোল্ডারের কোড


আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান?

এটা আপনি খুব সহজেই করতে পারেন। এর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবে। এবং রিনেম করলেই হবে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না। আর সেটা দেখতে অরজিনাল এর মতই।

শুরু করা যাক:

মনে করুন আপনি আপনার ডেস্কটপে ফোল্ডার অপশন তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}। কিছু কি দেখতে পেলেন?  ডেস্কটপে একটা ফোল্ডার অপশন তৈরি হয়ে গেছে – ঠিক?
শুধু কন্ট্রোল প্যানেল বলে না, আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণে আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন খুব সহজেই।
তবে একটা কথা এই যে, আপনি চাইলে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারেন।

অন্যান্য বিশেষ ফোল্ডারের জন্য কি নাম দিতে হবে তা নিচে দেওয়া হলো-

কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ফোল্ডার অপশনস – Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
প্রিন্টার ও ফ্যাক্স – Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা – Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}

শুক্রবার, ১৯ মার্চ, ২০১০

নিজেই তৈরি করুন প্রান্ঙ্ক ভাইরাস (খুব সহজে)-


এটি মূলত কিভাবে খুব সহজেই একটি প্রান্ঙ্ক ভাইরাস তৈরি করা যাই সেই প্রসঙ্গে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

যেভাবে তৈরি করবেন

  • নোটপ্যাড ওপেন করুন;
  • নিচের কোডগুলি টাইপ করুন-
@echo off
echo YOU HAVE A VIRUS ON YOUR COMPUTER
pause
echo CONTAITTING ANTIVIRUS…
pause
echo DO YOU WANT TO DELETE THE VIRUS?
pause
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
pause
echo ACTIVATING VIRUS…
echo VIRUS ACTIVATED!!!
pause
:1
dir/s
goto 1

অথবা

@echo off
title virus
cls
echo Do you wish to crase c:/drive? (y/n)
pause .nul
cls
echo Are you sure you wish to erase c:/drive?
pause .nul
cls
echo searching for c:/drive…
ping localhost .nul
dir /s
dir /s
echo.
echo.
echo.
echo.
echo Erasing Files…
ping localhost .nul
  • এটা একটা যে কোন নাম দিয়ে ব্যাচ ফাইলে সেভ করুন, ex: Prank.bat
  • এবার এটা রান করে দেকুন কি হয়। এটা শুধু মাত্র একটা প্রাঙ্ক।
  • আপনি চাইলে এটাতে পছন্দমত কালার ও টাইটেল যোগ করতে পারেন।
  • টাইটেল ও কালার দিতে হলে -
@echo off নিচে লিখুন
title VIRUSSSSSSSSSSS
color 04
  • এখানে ০৪ হলো লাল রংয়ের জন্য।
  • অন্যান্য কালারের কোড জানার জন্য প্রথমে রান কমান্ডের সাহায্যে cmd লিখে কমান্ড প্রোমট এ জান এবং help color টাইপ করুন।
Powered By Blogger