পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০০৯

বড় অবস্থানের ছবি কয়েকটি অংশে তুলে একত্রিত করা

প্রথম ধাপ:

আমরা একটি অবস্থানের কয়েকটি ছবি তোলব এবং ফটোশপের মাধ্যমে সেগুলো একত্রিত করবো ।এ ক্ষেত্রে আমরা ফটোশপের মার্জ টুল বা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারি
সংয়ংক্রিয় পদ্ধতিতে অনেক সময় ১০০% সঠিক ফলাফল দেয় না তাই এখানে উভয় পদ্ধতি -ই ব্যবহার করা হবে।
প্রথমে ছবি তোলতে হবে । তবে Panoramic ছবি তোলা অন্যসব ছবি তোলার মতো নয় । সুন্দর একটি জায়গা নির্বাচন করতে হবে প্রথম।

Click Image For Larger View

দ্বিতীয় ধাপ:

ক্যামেরা সেটকরা ক্যামেরাটি সোজা ভাবে বসাতে হবে যাতে ছবি গুলো বাঁকা না আসে। বাঁকা ছবি একসাথে মিলাতে গেলে অনেক অংশই বাদ পরে যায় ।

Click Image For Larger View

তৃতীয় ধাপ:

ফাইল সমুহ:ছবির ফাইল গুলো সাজিয়ে নিন কোন অংশের সাথে কোন অংশ মিলবে।তা বুঝে নিন।

Click Image For Larger View

চতুর্থ ধাপ:

সয়ংক্রিয় ফটোমার্জ ফটোশপ খুলুন:
১।File.>Automate>Photo Marge. এ ক্লিক করুন ।
২।একটি নতুন উইনডো আসবে ।
৩।সেখানে ফাইলগুলো ইন্সার্টকরে একের পরে এর সাজিয়ে নিন।

Click Image For Larger View

পঞ্চম ধাপ:

ফলাফল দেখুন:এবার দেখুন আপনার মার্জকৃত ছবিটি।

Click Image For Larger View

ষষ্ঠ ধাপ:
সামান্য ঘুরানো দরকার হলে ঘুরিয়ে নিন।

Click Image For Larger View

সপ্তম ধাপ                                                                       

ক্লোন করে কিছু কিছু খালি স্থান পূর্ন করে নিন।

Click Image For Larger View

সবশেষে:

এবার সবগুরোটুকরা ছবি এবং ফলাফলের ছবি,ফটোশপের ফাইলগুলো সহ একটি ফোল্ডারে সংগ্রহ করে রাখুন। এভাবে আপনার ক্যামেরায় রেজুলেশন কম হলেও বিশাল আকার ছবি কাছে থেকে তুলতে পারবেন।

Click Image For Larger View

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Powered By Blogger