পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ নভেম্বর, ২০১০

জুমলা টিউটোরিয়াল-০৬

এর আগে আমরা দেখেছি কম্পনেন্টস মেন্যুতে কি কি থাকে। মনে না থাকলে নিচে থেকে আরেকবার দেখে নিন কি কি থাকে


আমরা এর আগে ব্যানার সম্পর্কে জেনেছিলাম। এখন বাকীগুলো জানার চেষ্টা করি।

প্রথমেই আসি News Feed। এখানে দুটি মেন্যু আছে



জুমলা টিউটোরিয়াল-০৫

এর আগে কনটেন্ট মেন্যুর কাজ দেখানো হয়েছে। আজ দেখাব Components মেন্যুর কাজ। জুমলার চতুর্থ মেন্যু এটি। চলুন দেখি এতে কি কি সাব মেন্যু থাকে


এতে ডিফল্টভাবে ৫ টি সাব মেন্যু থাকে। আমি একটি এক্সটেনশন ইনষ্টল করেছি বলে এখানে ৬টি সাব দেখাচ্ছে।

১। Banner: নাম দেখেই বুঝতে পারছেন নিশ্চই। এ মেন্যু দ্বারা প্রধানত বিজ্ঞাপনের কাজ করা হয়। এতে তিনটি মেন্যু আছে।


জুমলা টিউটোরিয়াল-০৪

জুমলার তৃতীয় মেন্যু হল Content। আসুন একপলক দেখে নেওয়া যাক Content মেন্যুতে কি কি থাকছে। 




Content মেন্যুতে থানা ৫টি সাব মেন্যুগুলোর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।

১। Article Manager: এখানে গেলে আপনার ওয়েবসাইটে কি কি আর্টিকেল আছে তা দেখা যাবে। নিচের চিত্রের মত দেখা যাবে।

জুমলা টিউটোরিয়াল-০৩

আশাকরি এই টিউটোরিয়াল শেষ হলে আপনাদের সবার একটি করে জুমলা সাইট দেখতে পারব। আজ আমরা শিখব জুমলা বিভিন্ন মেন্যু। কন্ট্রোল প্যানেলের দ্বিতীয় মেন্যু হল Menu Manager। এখানে গেলে নিচের মত মেন্যু দেখতে পারবেন।


জুমলাতে ডিফল্টভাবে ৬ টি মেনু থাকে। আপনি ইচ্ছা করলে এগুলো কম-বেশী করতে পারেন।


জুমলা টিউটোরিয়াল-০২

জুমলাতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। আপনি চাইলে জুমলাকে বাংলাতে রূপ দিতে পারেন। বাংলা ইনষ্টল দেওয়া প্রধানত দুই প্রকার।
১। অ্যাডমিন প্যানেলে বাংলা ইনষ্টল
২। মূল সাইটে বাংলা ইনষ্টল

১। অ্যাডমিন প্যানেলে বাংলা ইনষ্টলঃ অ্যাডমিন প্যানেলে ইংরেজির বদলে বাংলা ব্যবহার করতে চাইলে ইনষ্টল করতে পারেন। তবে এটিতে মূল সাইটে কোন পরিবর্তন হবে না।

ডাউনলোডঃ এখান থেকে অ্যাডমিন প্যানেলের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন।

ব্যবহার বিধিঃ ডাউনলোডকৃত জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ভেতরে দুটি ফোল্ডার ও index.html নামে একটি ফাইল পাবেন। তারপর আপনার এফটিপি সফটওয়ার দ্বারা আপনার হোস্টিং এ লগইন করুন। তারপর আপনার সাইট এর /htdocs/administrator/language লোকেশনে যান। তারপর সেখানে bn-BD এবং index.html ড্র্যাগ করে ছেড়ে দিন। তাহলে আপলোড হবে। তারপর আপলোড শেষ হয়ে গেলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions>Language Manager এ যান। তারপর administrator ক্লিক করুন এখানে নিচের চিত্রের মত দেখাবে



 এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে ডান কোনার Default এ ক্লিক করুন

তাহলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলে বাংলা সক্রিয় হবে।

১। মূল সাইটে বাংলা ইনষ্টলঃ মূল সাইটে ইংরেজির বদলে বাংলা ব্যবহার করতে চাইলে ইনষ্টল করতে পারেন।

ডাউনলোডঃ এখান থেকে মূল সাইটের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন।

ব্যবহার বিধিঃ ডাউনলোড কৃত জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ভেতরে তিনটি ফোল্ডার ও index.html নামে একটি ফাইল পাবেন। তারপর আপনার এফটিপি সফটওয়ার দ্বারা আপনার হোস্টিং এ লগইন করুন। তারপর আপনার সাইট এর /htdocs/language লোকেশনে যান। তারপর সেখানে bn-BD, pdf_fonts এবং index.html ড্র্যাগ করে ছেড়ে দিন। তাহলে আপলোড হবে। তারপর আপলোড শেষ হয়ে গেলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions>Language Manager এ যান। এখানে নিচের চিত্রের মত দেখাবে


এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে ডান কোনার Default এ ক্লিক করুন


ব্যাস। হয়ে গেল। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন সব বাংলা দেখাচ্ছে।


উৎস ও সত্তাধিকারী : রাসেল আহমেদ

জুমলা টিউটোরিয়াল-০১

হোস্টিং সার্ভারের ১ ক্লিক ইনষ্টল পদ্ধতিতে জুমলা সেটআপ করা যায়। এজন্য প্রথমে আপনার হোস্টিং সার্ভারে লগিন করুন। তারপর নিচের মত পেজ আসবে।

এখন তিনটি ধাপে জুমলা ইনষ্টল করতে হবে।
১। ডোমেইন অ্যাড
২। মাইএসকিউএল ডাটাবেস তৈরি
৩। জুমলা ইনষ্টল

১। ডোমেইন অ্যাডঃ Addon Domains এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে


তারপর আপনার কাঙ্খিত ডোমেইন দিয়ে ক্লিক করুন। তারপর

২। MySQL Databases এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে


এখানে যে কোন একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করুন।

৩। জুমলা ইনষ্টলঃ iVista - Easy Script Installation এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।


তারপর Complete এ ক্লিক করুন।

ব্যস হয়ে গেল সার্ভারে জুমলা ইনষ্টল। আপনি সফলভাবেই পেরেছেন।

পরবর্তী পর্বে কিভাবে জুমলা বাংলা করা যাবে তা দেখানো হবে।


উৎস ও সত্তাধিকারী : রাসেল আহমেদ

সোমবার, ২৮ জুন, ২০১০

এবার ঘূর্নায়মান দালান নিজেই নিজের বিদ্যুৎ উৎপাদন করবে

এবার দালান নিজেই নিজের বিদ্যুৎ উৎপাদন করবে। ইটালীর একজন আর্কিটেক্ট ২৪শে জুন দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি তে এমনটাই বলেছেন। এই আর্কিটেক্ট ডেভিড ফিশার এবং তার সহযোগী সংগঠন 'British firm Dynamic Architecture Group' এর সহযোগীতায় সম্প্রতি এই ধরনের ভবনের নকশা সকলের নিকট উন্মুক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী ২ বছরের ভিতর এটি বাস্তবে রূপ নিবে।



ফিশার প্রাথমিকভাবে দুটি শহরে এই দালান নির্মানের আশা প্রকাশ করেন। প্রথমত, তিনি দুবা্ই শহরকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এর কারন হিসেবে তিনি বলেন, "দুবাই (DUBAI) হচ্ছে ভবিষ্যতের শহর এবং আমি মনে করি যে ভবিষ্যতের দালান ভবিষ্যতের শহরেই থাকা উচিত। " UAE এর ভাইস প্রেসিডেন্ট এবং দুবাই এর শাসক, শেখ মোহাম্মদ বিন রশিদ আল্ মক্‌তুম ফিশার কে উৎসাহ প্রদান করে বলেন, "ভবিষ্যতের জন্য  অপেক্ষা করো না, এখনই ভবিষ্যতের মুখোমোখি হও"। মস্কো  রাশিয়ার পক্ষ হতে প্রথম সহযোগী দেশ হিসেবে ফিশার এর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।


দুবাই এর দালান টি হবে আশি তলার। একদম উপরের ১০ টা তলা হবে বিলাসবহুল কক্ষ বিশিষ্ট, এর নিচের ৩৫ টা তলা হবে আবাসিক, পরবর্তী ১৫ টা তলা হবে বিলাসবহুল হোটেল বিশিষ্ট এবং নিচের ২০ টা হবে মার্কেট ও দোকান।


বিখন্ডিত প্রতিটি তলা মানুষের কন্ঠ সনাক্তকরন প্রযুক্তির সহায়তায় স্বাধীনভাবে ঘুরতে পারবে। দুবাই এর দালান এর খন্ডিত তলাগুলো প্রাথমিকভাবে শুধুমাত্র ইংরেজী, আরবী এবং ইটালীয়ান ভাষায় 'Left', 'Right' এই দুটি কমান্ড এর মাধ্যমে ঘুরতে সক্ষম হবে। প্রতি কমান্ডে ১-৩ পর্যন্ত ঘূর্নায়মান থাকবে। এই ঘুরানোর ক্ষমতা শুধুমাত্র কর্তৃপক্ষের হাতে থাকবে। সাধারনভাবে ভবনটির প্রতিটি তলা প্রতিদিন সামান্য পরিমান ঘুরবে যাতে এক সপ্তাহে একটি তলার বাসিন্দা পুরো ৩৬০ ডিগ্রি ঘূর্নন উপভোগ করতে পারে। ৮০,০০০ টন ভরের ভবনটি একটি বৃত্তাকার বিয়ারিং এর উপর বসানো থাকবে যা প্রতি এক ঘন্টায় সক্রিয় হবে এবং ভবনটিকে উপরে তুলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত ঘোরাবে। ভবনটির মাঝখান বরাবর একটি শক্ত কাঠামো নিচ থেকে উপর পর্যন্ত থাকব যার ভেতর দিয়ে পানি, বিদ্যুতের লাইন ও অন্যান্য পাইপ থাকবে। প্রতিটি ফ্লোর এ বৃত্তাকার ধাতব রেইল যা খন্ডিত ঘূর্নায়মান তলা গুলোর মধ্যে বিদ্যুত প্রবাহ বজায় রাখতে পরিবাহী হিসেবে কাজ করবে।

ভবনটির আবাসিক ইউনিটগুলি এখন বিক্রি হচ্ছে। প্রতি স্কয়ার ফুট বিক্রি হচ্ছে ১৮৯০ ডলার করে। পুরো ভবনটি তৈরিতে বাজেট ধরা হয়েছে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার। দুবাই তে ভবনটি তৈরি করছে "Dubai Property Ring" নামক একটি প্রতিষ্ঠান। এর পরিচালক 'টাভ সিং' এর ভাষায় এই ভবনটি তৈরিতে কোন ব্যাংক সাহায্য নিবেনা প্রতিষ্ঠান টি।


ঘূর্নায়মান ভবনটিতে বিদ্যুতের চাহিদা পূরনের জন্য ফটোভোল্টায়িক কোষ (সৌর বিদ্যুত) ও উইন্ড টারবাইন (বায়ু শক্তি)
স্থাপনের নকশা করা হয়েছে। ফিশার এর ভাষায় এই গুলোর দ্বারা ভবনটির নিজস্ব চাহিদা মিটিয়েও প্রতিবেশী ভবনেও বিদ্যুৎ শক্তি সাপ্লাই করা যাবে। ফটোভোল্টায়িক কোষগুলো প্রতিটি তলার উপরিভাগে এমনভাবে বসানো হবে যাতে সারাদিন ১৫%  কোষ সরাসরি সূর্যরশ্মি পাবে যা পুরো ভবনের বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে। আশা করা হচ্ছে যে ভবনটির বর্তমান নকশায় যে বিদ্যুত উৎপাদনের ক্ষমতা আছে তা সকল শহরেই যথেষ্ট পরিমান বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এর কারন হিসেবে তিনি বলেন পৃথিবীর বেশীরভাগ শহরেই এই ভবনের উইন্ড টারবাইন গুলোকে শক্তি প্রদানের জন্য যথেস্ট পরিমান বায়ু প্রবাহ আছে। তিনি জার্মান  টেকনোলোজি ইটালীত ব্যবহার করে এতই ফলাফল পান যেটি বর্তমানের ভবনগুলোতে ব্যবহার করা হচ্ছে।

Control করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে।

চিন্তা করুন এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার মোবাইল দিয়েই ইন্টারনেট এর মাধ্যমে আপনার কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন পুরোপুরি Teamviewr software এর মত……!!!!!
এর দ্বারা আপনি আপনার কম্পিউটার screen টি সরাসরি আপনার মোবাইল এর screen এ দেখতে পারবেন…পারবেন computer এর মাউসটি control করতে…এবং যেকোন file cut, paste, move, delete, view…….এমনকি আপনার মোবাইল এ ডাউনলোড ও করতে পারবেন।
কি বিশ্বাস হচ্ছে না!!!! নিজের চোখেই দেখেনিন RDM+ সফটওয়্যারটির যাদু….


যা লাগবে……।
১। যেকোন JavaScript supported  মোবাইল (internet connection সহ)।
২। কম্পিউটার (internet connection সহ)।
যা করতে হবে……
১) ১ম এ RDM+ software টি ডাউনলোড করুন এখান থেকে…।
২) ফাইলটি Unzip করলে ৩টি ফাইল পাবেন…।RDM.Plus.v3.8.1.jar, rdmplus_desktop.v4.1.exe এবং rdmplus_getstart.pdf।
৩) rdmplus_desktop.v4.1.exe(3.72KB) ফাইল টি আপনার কম্পিউটার এ ইন্সটল করে নিন এবং rdmplus_getstart.pdf  ফাইলটি দেখে ঐ মত আপনার কম্পিউটারটি Configure করে নিন……
Note: rdmplus_getstart.pdf ফাইলটি হচ্ছে সফটওয়্যারটির মানুয়াল……এতে খুব সহজ ভাবে ছবি দিয়ে সবকিছু বুঝানো আছে।
install করার সময় ইমেইল ID, User ID এবং Password দিবেন এবং  তা মনে রাখবেন।
ইন্সটল শেষ হলে নিচের ছবির মত একটি লোগো পাবেন……ওটাতে right click  details  থেকে Your Computer Number টি জেনে নিন। এই ইনফর্মেশন গুলো মোবাইল এ RDM.Plus.v3.8.1.jar ফাইলটি ইন্সটল করার পর দিতে হবে।
৪)  যেকোন JavaScript support করে এমন একটি মোবাইল এ RDM.Plus.v3.8.1.jar(১৬৬kb) ফাইলটি  install করে নিন এবং  rdmplus_getstart.pdf  ফাইলটি দেখে আপনার মোবাইল ফোনটিও Configure করে নিন।
Note: এক্ষেত্রে zip ফাইল এর ভিতরে দেয়া jar ফাইলটি ইন্সটল করুন। এটা creaked version. তাই আপনাকে trial version  এর ঝামেলা পোহাতে হবে না।
ইন্সটল করার পর সফটওয়্যারটি Run করুন। ১ম বারে এটা একটা Demo computer এ connect করবে…ওখান থেকে আপনি কিচ্ছু ধারনা পাবেন কিভাবে সফটওয়্যারটি মোবাইল এ use করতে হয়।
দেখা হলে অপশন থেকে Disconnect করুন। এরপর Option এ গিয়ে নিচের ছবির মত করে আপনার উপরোক্ত  information input করুন।


এখানে connect হবার আগে আপনার কম্পিউটারটি Online আছে কিনা check করে নিবেন।


যদি আপনার মোবাইল এর screen এ আপনার কম্পিউটার এর   desktop  দেখতে পানতো
আপনার connection complete.
বাকি কাজ গুলো আপনি নিজে নিজেই পারবেন। এক্ষেত্রে আপনি rdmplus_getstart.pdf ফাইলটির সাহায্য নিতে পারেন।
যাদের মোবাইল এ কম্পিউটার থেকে সফটওয়্যার ইন্সটল করতে ঝামেলা হচ্ছে তারা RDM.Plus.v3.8.1.jar ফাইলটি ডাউনলোড করতে পারেন আপনার মোবাইল থেকে……
http://www.wapdj.com/wap.php এ গিয়ে
ID:  461477  দিয়ে।
এটা মোটামুটি সব মোবাইল এই ব্যবহার করতে পারবেন আর নেট স্পীড মোটামুটি হলেই চলবে।
কোন সাহায্যের দরকার হলে আওয়াজ দিবেন……।
এই সফটওয়্যার এর একটাই সমস্যা, সেটা হলো…আপণি আপনার কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে  সবই দেখতে পারবেন… কিন্তু কোন আওয়াজ শুনতে পারবেন না……(আর অবশ্যই কম্পিউটার Run করা থাকতে হবে)

উৎস ও সত্তাধিকারী : কিশর

শনিবার, ১৯ জুন, ২০১০

আসুন দেখি 3D Movie (complete guide)

3D Movie’র প্রতি লোভটা প্রথম হয় যখন শেরাটনের একটা কম্পিটার মেলাতে পরিক্ষামুলক 3D দেখলাম। ওইটা ছিল একটা Acer 57383D ল্যপটপএ। আমি তার আগে 3D Movie দেখিনাই। খুবই ভাল লেগেছিলো। বাসায় এসে একটু নেট ঘাটাঘাটি করলাম এটা নিয়া। যা পাইলাম তাতে পুরা ইচ্চাটা ওইখানেই প্যকআপ করতে হল। এর পর আবার পুরানো ইচ্ছাটা মনের মধ্যে মাথাচারা দিয়া উঠলো যখন কিছুদিন আগে বসুন্ধরা তে সনি ৫২’ টিভি তে 3D ট্রই করলাম। আসুন দেখি কিভাবে দেখব 3D Movie। 3D Video দেখার বেশ কয়েকটি উপায় আছে। এগুলার মধ্যে সবচে প্রচলিত হল-
  • Anaglyph 3D
  • Polarized Glass 3D

Anaglyph 3D:

এটা সবচে বেশি ব্যবহার করা হয়। আসলে 3D‘র মূল বিষয় হল দুই চোখে দুটি ছবি দেখানো হয় সামান্য তারতম্যে। Anaglyph পদ্ধতিতে কালার ফিল্টার ব্যবহার করা হয়। দুই চোখে দুটি কালার ফিল্টার ব্যবহার করা হয় দুটি ছবি দেখানোর জন্য। ছবি দুটার তারতম্যই ছবিতে বস্তুর গভীরতা (Object Depth) স্রিস্টি করে।


এটা একটা 3D Anaglyph Picture। এখানে red/cyan ফিল্টার ব্যবহার করা হয়েছে। এটাই সবচে বেশি ব্যবহ্রিত কলার কম্বিনেশন। এছারা green/magenta কালার ও ব্যবহার করা হয়। নিচের ছবিটা দেখলেই বুযতে পারবেন কিভাবে এটা কাজ করে।


Polarized 3D:

Polarized 3D সবচে এফেক্টিভ 3D দেখার পদ্ধতি। এতে Polarized পোলারাইজড লাইট রে ডিসপ্লে থেকে আসে যা বিশেষ গ্লাস ফিল্টার করে। নিচের ছবি দেখুন এটা কিভাবে কাজ করে।


দুই ধরনের Polarized glass আছে।

  • -linear polarized glass
  • -circular polarized glass
এছারা আছে active আর passive polarized glass

কিভাবে দেখবোঃ

আনাগ্ল্যপ 3D দেখতে তামন কিসুই লাগবে না। সুধু anaglyph movie/picture, আর রেড/সাইয়ান গ্লাস। যেকোন সি আর টি / এলসিডি তে দেখা যাবে। তবে এ ক্ষেত্রে কালার টা গুরুত্তপুর্ন। সঠিক কালার না হলে ফিল্টার হবে না। নেটে হোম মেড গ্লাস এর অনেক টিউটরিয়াল পাওয়া যায়। এগুল কাজ করে না অনেক সময় , কারন সঠিক কালার এর transparent paper/ glass এর অভাব। অন্তত আমার ক্ষেত্রে কাজ করেনাই। আমি সেলোপিন পেপার দিয়েও ট্রাই করেছি।
এই গ্লাস গুলার দাম খুব ই কম। $1 থেকে $5 এর মধ্যে। কিন্তু বাংলাদেশ এ পাওয়া যায় না। Nvidia সম্প্রতি একটা প্রোডাক্ট বের করেসে নাম হল 3D vision Discover । এটা আনাগ্ল্যপ 3D  পদ্ধতি কিন্তু ওরা এটার কালার কে optimized করেছে আরো ভালো ফলাফলের জন্য। অফিসিয়ালি এটার দামও  ১ডলার, যদিও ওরা ১০ টার কমে অনলাইন সেল করে না।
আর যদি polarized 3D দেখতে চান তাহলে একটা রেডি ডিসপ্লে। যেসব ডিসপ্লে true 120Hrz inpiut নিতে পারে সেগুলো কে 3D রেডি ডিসপ্লে বলা হয়। Samsung Syncmaster 2233RZ একটা 3D ready ডিসপ্লে। লাগবে ভালো graphics card। যেটা 120 Hrz এ image process করতে পারবে। আর অবশ্যই Polarized 3D গ্লাস। Nvidia 3D vision এ ক্ষেত্রে সবচে ভাল। দাম ২৫০+- ডলার।
কিন্তু এটা বাংলাদেশ এ পাওয়া যায় না। কেউ চাইলে দেশের বাহির থেকে আনিয়ে নিতে পারেন।
আরেকটা উপায়ে 3D movie দেখা যায় তাহল 3D capable ভিডিও Eyewear ব্যবহার করা। এর জন্য শুধু ভাল গ্রাফিক্স কার্ড লাগবে। এর দামও ২৫০ ডলার এর কাছাকাছি যেগুলো 3D capable।

উৎস এবং সত্বাধিকারী : প্রিন্স

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০১০

নেটওয়ার্কের সকল কম্পিউটার মনিটর এবং নিয়ন্ত্রণ করা

কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফে বা অফিসের কম্পিউটার ব্যবহারকারীরা কে কি করছে তা মনিটর এবং নিয়ন্ত্রণ করা দারুন এক সফটওয়্যার হচ্ছে ক্লাসরুম স্পাই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত কম্পিউটারে এই সফটওয়্যারটি নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরদের দারুন কাজে দেবে।

লোকাল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত আছে এমন অফিসে কর্মকর্তারা, সাইবার ক্যাফের ব্যবহারকারীরা, কম্পিউটার ল্যাবের ছাত্ররা তাদের কম্পিাউটারে বসে কে কি করছে তা মনিটর করা বা রিমোটলি নিয়ন্ত্রণ করা যাবে ক্লাসরুম স্পাই সফটওয়্যার দ্বারা। মাইক্রোসফটের রিমোট ডেক্সটপ দ্বারা লোকাল নেটওয়ার্কের থাকা রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ক্লাসরুম স্পাই এর মত এতো ভালভাবে মনিটর করা যায় না। মাত্র ১১ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.eduiq.com বা www.classroomspy.com সাইট থেকে ডাউনলোড করা যাবে।


সফটওয়্যার ইনস্টল করা: সফটওয়্যারটির দুটি অংশের একটি হচ্ছে Console আর একটি হচ্ছে Agent| এই Console মুডটা হচ্ছে নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরের জন্য আর Agent মুডটা হচ্ছে যাদের মনিটর করা সেই কম্পিউটারের জন্য।

সফটওয়্যারটি ইনস্টল করার সময় Click here to install ″Classroom Spy Professional Console″ এবং Click here to install ″Classroom Spy Agent″ নামের দুটি বাটন আসবে। এখন Stealth Agent Install চেকবক্স চেক করে Click here to install ″Classroom Spy Agent″ বাটনে ক্লিক করে ইনস্টল করুন এবং পাসওয়ার্ড সেট করুন যা পরবর্তীতে এই কম্পিউটারটিকে রিমোট করার সময় প্রয়োজন হবে। শেষে Start Agent বাটনে ক্লিক করে সার্ভিস চালু করুন এবং ইনস্টল সমাপ্ত করুন।
নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরের কম্পিউটারে Classroom Spy Professional Console মুড ইনস্টল করে চালু করুন তাহলে প্রথমবার পাসওয়ার্ড সেট করতে হবে যা পরবর্তীতে Classroom Spy Professional Console চালু করতে লাগবে।

রিমোট কম্পিউটার যোগ করা: প্রথমে Classroom Spy Professional চালু করে বাম পাশের প্যানেল থেকে Add Computer বাটনে ক্লিক করুন। এবার Remote computer (host or IP) এ রিমোট কম্পিউটারের নাম বা আইপি এড্রেস লিখুন, Nikename এ কম্পিউটারটির নাম দিন (বোঝার সুবিধার্থে) এবং Agent’s password এ উক্ত রিমোট কম্পিউটারের সেট করা পাসওয়ার্ড দিন। Advanced Options ট্যাবে গিয়ে Color Level কালার 16M নির্বাচন করে Basic Options ট্যাবে এসে Remote Assistant Configure / Installation বাটনে ক্লিক করুন এবং উক্ত কম্পিউটারের এ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Connect বাটনে করে Classroom Spy Configuration এ পুনরায় রিমোট কম্পিউটারের Agent’s password দিয়ে Ok করুন এবং সবশেষে Add Computer ডায়ালগ বক্সে Ok করুন। তাহলে Classroom Spy Professional এর Remote Screens ট্যাবে কম্পিউটারটির বর্তমান অবস্থান দেখা যাবে। এভাবে আরো রিমোট কম্পিউটার যোগ করা যাবে।

রিমোট কম্পিউটার মনিটর করা: রিমোট কম্পিউটার মনিটর করতে চাইলে Remote Screens ট্যাবে প্রদর্শিত থাকা কম্পিউটারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Zoom Remote Screen এ ক্লিক করলে বড় পর্দায় উক্ত কম্পিউটারের ডেক্সটপ দেখা যাবে। উক্ত কম্পিউটারটি কোন কাজ করতে চাইলে Enable Control চেক বক্স চেক করলে মাউস বা কীবোর্ড দ্বারা উক্ত কম্পিউটারে কাজ করা যাবে। আর প্রদর্শিত থাকা কম্পিউটারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Remote Control এ ক্লিক করলে Enable Control সক্রিয় হয়ে বড় আকারে দেখা যাবে। উক্ত ডেক্সটপটি পূর্ণ পর্দায় দেখতে Full Screen বাটনে ক্লিক করতে হবে।

রিমোট কম্পিউটারে ম্যাসেজ পাঠানো: রিমোট কম্পিউটারের সবগুলোকে বা নির্দিষ্ট কোন কম্পিউটারে ম্যাসেজ পাঠাতে Classroom Spy Professional এর Show Massage/Block Computer ট্যাবে গিয়ে ডানপাশের প্যানেল থেকে কম্পিউটারগুলো নির্বাচন করে Mesage text এ ম্যাসেজ লিখে নিচের Show Message / Block Computer বাটনে ক্লিক করুন তাহলে নির্বাচিত কম্পিউটারগুলোতে ম্যাসেজ প্রদর্শিত হবে। ম্যাসেজ উইন্ডো রিমোট কম্পিউটারের ব্যবহারকারীরা বন্ধ করতে পারবে আর নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর সকল কম্পিউটারে পাঠানো ম্যাসেজ বন্ধ করতে Hide Message / Block Computer বাটনে ক্লিক করলেই হবে।

নিজের ডেক্সটপ শেয়ার করা: নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরের নিজের ডেক্সটপটি শেয়ার দিতে চাইলে Classroom Spy Professional এর Share Desktop ট্যাবে গিয়ে ডানপাশের প্যানেল থেকে যে যে রিমোট কম্পিউটারে ডেক্সটপ শেয়ার দিতে চান সেগুলো নির্বাচন করে Start Sharing Desktop বাটনে ক্লিক করুন। রিমোট কম্পিউটারের ডেক্সটপকে নিস্ক্রিয় করে শুধুমাত্র আপনার ডেক্সটপকে দেখাতে বাধ্য করতে চাইলে নিচের Full Screen এবং Lock Computers চেক করুন শেয়ার দিতে পারেন। এছাড়াও Color Level থেকে কালারের মান পরিবর্তন করতে পারবেন। শেয়ার বন্ধ করতে Stop Sharing Desktop বাটনে ক্লিক করলেই হবে।

ডেক্সটপ রেকর্ড করা: রিমোট কম্পিউটারের ডেক্সটপ রেকর্ড করতে Desktop Recorder ট্যাবে গিয়ে Record বাটনে ক্লিক করুন এবং যে যে রিমোট কম্পিউটারের ডেক্সটপ রেকর্ড করতে চান সেগুলো নির্বাচন করে Ok করুন। তাহলে ডেক্সটপ মনিটর শুরু করলে উক্ত রিমোট কম্পিউটারে সেভ হবে। রেকর্ড করা ভিডিও দেখতে চাইলে Open Network Share বাটনে ক্লিক করলে সেভ হওয়া ফোল্ডার খুলবে।

কম্পিউটার বন্ধ করা রির্স্টাট করা: রিমোট কম্পিউটার বন্ধ, রিস্টার্ট, হাইবারনেট, স্ট্যান্ডবাই, লগঅফ, স্ক্রিনসেভার চালু, স্ক্রিনসেভার বন্ধ বা লক করতে চাইলে Tools ট্যাবে যান এবং নির্দিষ্ট বাটনে ক্লিক করে রিমোট কম্পিউটারগুলো নির্বাচন করে Ok করলেই হবে। এখান থেকে রিমোট কম্পিউটারের কমান্ড প্রম্পট, রান বা ওয়েবসাইট চালু করা যাবে।

প্রোসেস থাকা প্রোগ্রাম বন্ধ করা: রিমোট কম্পিউটারগুলো থেকে প্রোসেস চলতে থাকা নির্দিষ্ট কোন প্রোগ্রাম বন্ধ করতে Processes ট্যাবে গিয়ে যে প্রোসেসটি বন্ধ করতে চান সেটি নির্বাচন করে Kill all with the same name বাটনে ক্লিক করে রিমোট কম্পিউটার নির্বাচন করে Ok করলেই হবে।

পোর্ট বন্ধ করা: রিমোট কম্পিউটারের কোন পোর্ট বন্ধ করতে চাইলে Internet Control ট্যাবে গিয়ে বন্ধ করতে পারেন।
এছাড়াও Classroom Spy Professional Console এর Add Group of LAN Computers বাটনে ক্লিক করে নেটওয়ার্কে থাকা সকল (নির্বাচন করে) কম্পিউটারগুলোতে Classroom Spy Professional Agent ইনস্টল করা যাবে।

মঙ্গলবার, ৪ মে, ২০১০

সাপ্লাই দিন ১২ ডিসি ভোল্ট আর আউটপুটে পান ১২০ এসি ভোল্ট


আজ আমি আপনাদের যে র্সাকিট টার সাথে পরিচয় করে দিবো , তা দিয়ে আপনি ইনপুটে ১২ ডিসি ভোল্ট প্রয়োগ করে আউটপুটে পাবেন ১২০ এসি ভোল্ট। যা দিয়ে আপনি টিভি সহ অনেক যন্ত্র পাতি চালাতে পারবে।

র্সাকিট ডায়াগ্রামঃ




এখানে মাত্র ২ NPN Transistor ব্যবহার করা হয়েছে। এবং একটি 24V, Center Tapped Transformer লাগানো হয়েছে।

যা যা লাগবে :

  • ক্যাপাসিটর : C1, C2 – 68 uf, 25 V Tantalum Capacitor
  • রেজিস্টর : R1, R2 – 10 Ohm, 5 Watt , R3, R4 – 180 Ohm, 1 Watt
  • ডায়োড : D1, D2 – HEP 154 Silicon Diode
  • ট্রানজিস্টর : Q1, Q2 – 2N3055 NPN Transistor
  • ট্র্যান্সফরমার : T1 – 24V, Center Tapped Transformer
  • অন্যান্য : তার , কেস, Receptical (আউটপুটের জন্য)

উৎসঃ badhon

শনিবার, ২০ মার্চ, ২০১০

বিশেষ বিশেষ কিছু ফোল্ডারের কোড


আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান?

এটা আপনি খুব সহজেই করতে পারেন। এর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবে। এবং রিনেম করলেই হবে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না। আর সেটা দেখতে অরজিনাল এর মতই।

শুরু করা যাক:

মনে করুন আপনি আপনার ডেস্কটপে ফোল্ডার অপশন তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}। কিছু কি দেখতে পেলেন?  ডেস্কটপে একটা ফোল্ডার অপশন তৈরি হয়ে গেছে – ঠিক?
শুধু কন্ট্রোল প্যানেল বলে না, আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণে আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন খুব সহজেই।
তবে একটা কথা এই যে, আপনি চাইলে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারেন।

অন্যান্য বিশেষ ফোল্ডারের জন্য কি নাম দিতে হবে তা নিচে দেওয়া হলো-

কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ফোল্ডার অপশনস – Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
প্রিন্টার ও ফ্যাক্স – Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা – Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}

শুক্রবার, ১৯ মার্চ, ২০১০

নিজেই তৈরি করুন প্রান্ঙ্ক ভাইরাস (খুব সহজে)-


এটি মূলত কিভাবে খুব সহজেই একটি প্রান্ঙ্ক ভাইরাস তৈরি করা যাই সেই প্রসঙ্গে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

যেভাবে তৈরি করবেন

  • নোটপ্যাড ওপেন করুন;
  • নিচের কোডগুলি টাইপ করুন-
@echo off
echo YOU HAVE A VIRUS ON YOUR COMPUTER
pause
echo CONTAITTING ANTIVIRUS…
pause
echo DO YOU WANT TO DELETE THE VIRUS?
pause
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
pause
echo ACTIVATING VIRUS…
echo VIRUS ACTIVATED!!!
pause
:1
dir/s
goto 1

অথবা

@echo off
title virus
cls
echo Do you wish to crase c:/drive? (y/n)
pause .nul
cls
echo Are you sure you wish to erase c:/drive?
pause .nul
cls
echo searching for c:/drive…
ping localhost .nul
dir /s
dir /s
echo.
echo.
echo.
echo.
echo Erasing Files…
ping localhost .nul
  • এটা একটা যে কোন নাম দিয়ে ব্যাচ ফাইলে সেভ করুন, ex: Prank.bat
  • এবার এটা রান করে দেকুন কি হয়। এটা শুধু মাত্র একটা প্রাঙ্ক।
  • আপনি চাইলে এটাতে পছন্দমত কালার ও টাইটেল যোগ করতে পারেন।
  • টাইটেল ও কালার দিতে হলে -
@echo off নিচে লিখুন
title VIRUSSSSSSSSSSS
color 04
  • এখানে ০৪ হলো লাল রংয়ের জন্য।
  • অন্যান্য কালারের কোড জানার জন্য প্রথমে রান কমান্ডের সাহায্যে cmd লিখে কমান্ড প্রোমট এ জান এবং help color টাইপ করুন।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১০

ইউটিউব url টিপস এন্ড ট্রিকস

ভিডিও ডাউনলোড করাঃ 


http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তাহলে এড্রেসবারে http://www.OKyoutube.com/watch?v=_wfrZXKFPAU লিখে Enter মারুন দেখবেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে।
এরকম আরও হাজারখানেক নিয়ম আছে। OK এর জায়গায় kiss লিখতে হবে। অর্থাৎ যদি নিwww.youtube.com/watch?v=_wfrZXKFPAU ভিডিওটা ডাউনলোড করতে হয় তবে এড্রেসবারে http://www.kissyoutube.com/watch?v=_wfrZXKFPAU লিখলেই চলবে!
আরেকটা আছে youtube000 এখানে যদি লিঙ্ক হয় http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU তাহলে ডাউনলোডের লিঙ্ক হবে http://www.youtube.com000/watch?v=_wfrZXKFPAU । এখানে flv, mp4 , 3gp তিনটাই আছে দেখলাম ।

আরেকটা youtube এর জায়গায় keephd লিখলে অর্থাৎ http://www.youtube.com/watch?v=_wfrZXKFPAU এটা ডাউনলোড করতে http://www.keepHD.com/watch?v=_wfrZXKFPAU লিখলে Flash, For mobile, Mp4, HQ MP4(720p), HQ MP4(1080p) ফরমাটের ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

হাই কোয়ালিটি ভিডিও দেখাঃ

ইউটিউবের সব ভিডিও হাই কোয়ালিটিতে থাকে না। আপনি ইচ্ছা করলে তা হাই কোয়ালিটিতে দেখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে url এর শেষে ‘&fmt=18′ অথবা ‘&fmt=22′ যোগ করতে হবে।
উদাহরনঃ http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k তে ভিডিও টি সাধারণ কোয়ালিটিতে আছে এক্ষেত্রে আপন http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=18 অথবা http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=22 তে হাই কোয়ালিটি ভিডিও পাবেন।

হাই-কোয়ালিটি ভিডিও এমবেড করাঃ

এর জন্য শেষে “&ap=%2526fmt%3D18″ অথবা “&ap=%2526fmt%3D22″ যোগ করতে হবে।

ভিডিওর নির্দিষ্ট অংশ দেখাঃ

ধরুন আপনার পুরো ভিডিওটি দেখার দরকার নেই। ১ মিনিট ২২ সেকেন্ড পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে url এর শেষে #t=01m22s (#t=XXmYYs for XX mins and YY seconds) zOg করুন।

ভিডিওর নির্দিষ্ট অংশ এমবেড করাঃ

ধরুন আপনি ভিডিওটির ৩০ সেকেন্ড পর থেকে এমবেড করতে চান। সেক্ষেত্রে url এর শেষে ‘&start=30′ যোগ করুন।

এমবেডেড ভিডিও অটোপ্লে করাঃ

কোন সাইটে কোন ভিডিও এমবেড করার পর সাধারণত ভিডিওর উপর ক্লিক না করা পর্যন্ত শুরু হয় না। শেষে ‘&autoplay=1′ যোগ করলে পেজ লোড হবার সাথে সাথে ভিডিও প্লে হওয়া আরম্ভ করবে। আর ক্লিক করার দরকার হবে না। যেমন

এমবেডেড ভিডিও অটোমেটিক্যালি রি-প্লে করাঃ

‘&loop=1′ যোগ করে আপনি এটা করতে পারেন। অর্থাৎ ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এটি আবার শুরু হবে।

রিলেটেড ভিডিও ডিজএবল করাঃ

এক্ষেত্রে ‘&rel=0′ যোগ করলেই হবে।

এমপিথ্রি ডাউনলোডঃ

http://www.vidtomp3.com/ সাইটে গিইয়ে youtube link টি দিলেই সেখান থেকে mp3 ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।
Powered By Blogger