পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ নভেম্বর, ২০১০

জুমলা টিউটোরিয়াল-০৬

এর আগে আমরা দেখেছি কম্পনেন্টস মেন্যুতে কি কি থাকে। মনে না থাকলে নিচে থেকে আরেকবার দেখে নিন কি কি থাকে


আমরা এর আগে ব্যানার সম্পর্কে জেনেছিলাম। এখন বাকীগুলো জানার চেষ্টা করি।

প্রথমেই আসি News Feed। এখানে দুটি মেন্যু আছে



জুমলা টিউটোরিয়াল-০৫

এর আগে কনটেন্ট মেন্যুর কাজ দেখানো হয়েছে। আজ দেখাব Components মেন্যুর কাজ। জুমলার চতুর্থ মেন্যু এটি। চলুন দেখি এতে কি কি সাব মেন্যু থাকে


এতে ডিফল্টভাবে ৫ টি সাব মেন্যু থাকে। আমি একটি এক্সটেনশন ইনষ্টল করেছি বলে এখানে ৬টি সাব দেখাচ্ছে।

১। Banner: নাম দেখেই বুঝতে পারছেন নিশ্চই। এ মেন্যু দ্বারা প্রধানত বিজ্ঞাপনের কাজ করা হয়। এতে তিনটি মেন্যু আছে।


জুমলা টিউটোরিয়াল-০৪

জুমলার তৃতীয় মেন্যু হল Content। আসুন একপলক দেখে নেওয়া যাক Content মেন্যুতে কি কি থাকছে। 




Content মেন্যুতে থানা ৫টি সাব মেন্যুগুলোর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।

১। Article Manager: এখানে গেলে আপনার ওয়েবসাইটে কি কি আর্টিকেল আছে তা দেখা যাবে। নিচের চিত্রের মত দেখা যাবে।

জুমলা টিউটোরিয়াল-০৩

আশাকরি এই টিউটোরিয়াল শেষ হলে আপনাদের সবার একটি করে জুমলা সাইট দেখতে পারব। আজ আমরা শিখব জুমলা বিভিন্ন মেন্যু। কন্ট্রোল প্যানেলের দ্বিতীয় মেন্যু হল Menu Manager। এখানে গেলে নিচের মত মেন্যু দেখতে পারবেন।


জুমলাতে ডিফল্টভাবে ৬ টি মেনু থাকে। আপনি ইচ্ছা করলে এগুলো কম-বেশী করতে পারেন।


জুমলা টিউটোরিয়াল-০২

জুমলাতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। আপনি চাইলে জুমলাকে বাংলাতে রূপ দিতে পারেন। বাংলা ইনষ্টল দেওয়া প্রধানত দুই প্রকার।
১। অ্যাডমিন প্যানেলে বাংলা ইনষ্টল
২। মূল সাইটে বাংলা ইনষ্টল

১। অ্যাডমিন প্যানেলে বাংলা ইনষ্টলঃ অ্যাডমিন প্যানেলে ইংরেজির বদলে বাংলা ব্যবহার করতে চাইলে ইনষ্টল করতে পারেন। তবে এটিতে মূল সাইটে কোন পরিবর্তন হবে না।

ডাউনলোডঃ এখান থেকে অ্যাডমিন প্যানেলের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন।

ব্যবহার বিধিঃ ডাউনলোডকৃত জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ভেতরে দুটি ফোল্ডার ও index.html নামে একটি ফাইল পাবেন। তারপর আপনার এফটিপি সফটওয়ার দ্বারা আপনার হোস্টিং এ লগইন করুন। তারপর আপনার সাইট এর /htdocs/administrator/language লোকেশনে যান। তারপর সেখানে bn-BD এবং index.html ড্র্যাগ করে ছেড়ে দিন। তাহলে আপলোড হবে। তারপর আপলোড শেষ হয়ে গেলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions>Language Manager এ যান। তারপর administrator ক্লিক করুন এখানে নিচের চিত্রের মত দেখাবে



 এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে ডান কোনার Default এ ক্লিক করুন

তাহলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলে বাংলা সক্রিয় হবে।

১। মূল সাইটে বাংলা ইনষ্টলঃ মূল সাইটে ইংরেজির বদলে বাংলা ব্যবহার করতে চাইলে ইনষ্টল করতে পারেন।

ডাউনলোডঃ এখান থেকে মূল সাইটের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন।

ব্যবহার বিধিঃ ডাউনলোড কৃত জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ভেতরে তিনটি ফোল্ডার ও index.html নামে একটি ফাইল পাবেন। তারপর আপনার এফটিপি সফটওয়ার দ্বারা আপনার হোস্টিং এ লগইন করুন। তারপর আপনার সাইট এর /htdocs/language লোকেশনে যান। তারপর সেখানে bn-BD, pdf_fonts এবং index.html ড্র্যাগ করে ছেড়ে দিন। তাহলে আপলোড হবে। তারপর আপলোড শেষ হয়ে গেলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions>Language Manager এ যান। এখানে নিচের চিত্রের মত দেখাবে


এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে ডান কোনার Default এ ক্লিক করুন


ব্যাস। হয়ে গেল। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন সব বাংলা দেখাচ্ছে।


উৎস ও সত্তাধিকারী : রাসেল আহমেদ

জুমলা টিউটোরিয়াল-০১

হোস্টিং সার্ভারের ১ ক্লিক ইনষ্টল পদ্ধতিতে জুমলা সেটআপ করা যায়। এজন্য প্রথমে আপনার হোস্টিং সার্ভারে লগিন করুন। তারপর নিচের মত পেজ আসবে।

এখন তিনটি ধাপে জুমলা ইনষ্টল করতে হবে।
১। ডোমেইন অ্যাড
২। মাইএসকিউএল ডাটাবেস তৈরি
৩। জুমলা ইনষ্টল

১। ডোমেইন অ্যাডঃ Addon Domains এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে


তারপর আপনার কাঙ্খিত ডোমেইন দিয়ে ক্লিক করুন। তারপর

২। MySQL Databases এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে


এখানে যে কোন একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করুন।

৩। জুমলা ইনষ্টলঃ iVista - Easy Script Installation এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।


তারপর Complete এ ক্লিক করুন।

ব্যস হয়ে গেল সার্ভারে জুমলা ইনষ্টল। আপনি সফলভাবেই পেরেছেন।

পরবর্তী পর্বে কিভাবে জুমলা বাংলা করা যাবে তা দেখানো হবে।


উৎস ও সত্তাধিকারী : রাসেল আহমেদ

Powered By Blogger