পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৪ মে, ২০১০

সাপ্লাই দিন ১২ ডিসি ভোল্ট আর আউটপুটে পান ১২০ এসি ভোল্ট


আজ আমি আপনাদের যে র্সাকিট টার সাথে পরিচয় করে দিবো , তা দিয়ে আপনি ইনপুটে ১২ ডিসি ভোল্ট প্রয়োগ করে আউটপুটে পাবেন ১২০ এসি ভোল্ট। যা দিয়ে আপনি টিভি সহ অনেক যন্ত্র পাতি চালাতে পারবে।

র্সাকিট ডায়াগ্রামঃ




এখানে মাত্র ২ NPN Transistor ব্যবহার করা হয়েছে। এবং একটি 24V, Center Tapped Transformer লাগানো হয়েছে।

যা যা লাগবে :

  • ক্যাপাসিটর : C1, C2 – 68 uf, 25 V Tantalum Capacitor
  • রেজিস্টর : R1, R2 – 10 Ohm, 5 Watt , R3, R4 – 180 Ohm, 1 Watt
  • ডায়োড : D1, D2 – HEP 154 Silicon Diode
  • ট্রানজিস্টর : Q1, Q2 – 2N3055 NPN Transistor
  • ট্র্যান্সফরমার : T1 – 24V, Center Tapped Transformer
  • অন্যান্য : তার , কেস, Receptical (আউটপুটের জন্য)

উৎসঃ badhon
Powered By Blogger