পৃষ্ঠাসমূহ

রবিবার, ৩০ আগস্ট, ২০০৯

Windows XP বুট দ্রুততর

Windows XP বুট করতে অনেক সময় নেয়। আপনি ইচ্ছে করলেই Windows XP বুট দ্রুততর করতে পারেন।
তিনটি ধাপে এ কাজটি করুন।

প্রথম পদক্ষেপ:
১. Notepad –ওপেন করে টাইপ করুন  del c:\windows\prefetch\ntosboot-*.* /q
২. C ড্রাইভে ntosboot.bat নামে সেভ করুন।

দ্বিতীয় পদক্ষেপ:
১. Start মেনু থেকে Run ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc
২. এর পর Computer Configuration -> Windows Settings -> Scripts (Startup/shutdown) এ ক্লিক করে ডানপাশে Shutdown এ ডাবল ক্লিক করুন।
৩. নতুন Window তে add ক্লিক করুন তারপর Browse এ ক্লিক করে ntosboot.bat নামে যে ফাইলটি C ড্রাইভে সেভ করেছিলেন তা সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
৪. এবার যথাক্রমে OK , Apply এবং OK করুন এবং Group Policy বন্ধ করুন।

তৃতীয় পদক্ষেপ:
১. Device manager –এর “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন
২. Primary IDE Channel-এ রাইট ক্লিক করে Properties-এ ক্লিক করুন
৩. Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন
৪. Secondary IDE Channel-এর ক্ষেত্রে Device Type1-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন
৫. Device manager টি Close করুন
৬. কম্পিউটার Restart করুন এবং দেখুন Booting যাদু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Powered By Blogger