পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৯ আগস্ট, ২০০৯

দুই ক্লিকেই Lock করুন আপনার কম্পিউটার

জরুরী প্রয়োজনে আপনি খুব দ্রুত কোথাও যাবেন, কিন্তু আপনি চান না অন্য কেউ আপনার কম্পিউটার ব্যবহার করুক। কিন্তু আপনি Computer Logoff ও করতে চান  না। তাহলে কি করবেন? অতি সহজে আপনি আপনার কম্পিউটার টি লগঅফ না করে ও লক করে দিতে পারেন। শুধু একটি Shortcut Key তৈরী করার মাধ্যমে। যা করতে হবে তা হলোঃ প্রথমে Desktop এ Mouse এর Right Button ক্লিক করুন, তারপর New ক্লিক , Shortcut Click, তারপর  Create  shortcut Dialog box এ (Type the Location of the item এর ঘরে ) লিখুন rundll32.exe user32.dll, Lock WorkStation তারপর Next ক্লিক, তারপর Enter a name for the shortcut এর ঘরে লিখুন Lock তারপর Finish click করুন। দেখুন Desktop এ Lock নামে একটি Shortcut তৈরী হয়েছে। এতে আপনি Double ক্লিক করলেই আপনার কম্পিউটার Lock হয়ে যাবে। অবশ্যই এ জন্য আপনার কম্পিউটার এ User Account  এ Password set করা থাকতে হবে।
উৎস :  shohag   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Powered By Blogger