পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ নভেম্বর, ২০১০

জুমলা টিউটোরিয়াল-০৩

আশাকরি এই টিউটোরিয়াল শেষ হলে আপনাদের সবার একটি করে জুমলা সাইট দেখতে পারব। আজ আমরা শিখব জুমলা বিভিন্ন মেন্যু। কন্ট্রোল প্যানেলের দ্বিতীয় মেন্যু হল Menu Manager। এখানে গেলে নিচের মত মেন্যু দেখতে পারবেন।


জুমলাতে ডিফল্টভাবে ৬ টি মেনু থাকে। আপনি ইচ্ছা করলে এগুলো কম-বেশী করতে পারেন।






এখানে নিচের চিত্রের মত ৫টি আইকন আছে




এগুলোর নাম ও কাজ নিচে দেওয়া হল।

১। Copy: কোন মেন্যুকে কপি করেতে হলে এটা ব্যবহার হয়। এক্ষেত্রে মেন্যুটি বা মেন্যুগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর Copy এ ক্লিক।
২। Delete: কোন মেন্যুকে ডিলিট করেতে হলে এটা ব্যবহার হয়। এক্ষেত্রে মেন্যুটি বা মেন্যুগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর Delete এ ক্লিক।
৩। Edit: কোন মেন্যুতে সম্পাদনা করতে হলে এটির ব্যবহার। এক্ষেত্রে এখানে না গিয়ে সরাসরি মেন্যুর উপর ক্লিক করলেই হয়।
৪। New: নতুন কোন মেন্যু আনতে এর ব্যবহার।
৫। Help: কোন বিষয়ে সাহায্য পাওয়ার জন্য।

প্রতিটি মেন্যুর আবার সাব মেন্যু থাকে। সাব মেন্যুগুলো সম্পাদনা করতে চাইলে চিত্রের চিহ্নিত স্থানে ক্লিক করতে হবে।




তাহলে সেই মেন্যুর অধীনে সাব মেন্যুগুলো দেখা যাবে।



এখান থেকে আপনি চারভাবে মেন্যুকে সম্পাদনা করতে পারেন



১। Name- এজন্য আপনি সরাসরি মেন্যুর উপর ক্লিক করুন। বা মেন্যুটি সিলেক্ট করে উপরের কোনায় এডিট এ ক্লিক করুন।

২। Publish: মেন্যুটি প্রকাশিত হবে নাকি অপ্রকাশিত হবে তা নির্ধারণ করা। এক্ষেত্রে সবুজ টিক চিহ্নে ক্লিক করা থাকলে বোঝা যাবে মেন্যুটি প্রকাশিত। আর অপ্রকাশিত করতে চাইলে সবুজ চিহ্নে ক্লিক করতে হবে তাহলে লাল চিহ্ন হয়ে যাবে। তখন বোঝা যাবে মেন্যুটি অপ্রকাশিত। প্রকাশিত করতে চাইলে লাল চিহ্নের উপর ক্লিক করুন।

৩। Order: আপনার মেন্যু কোথায় প্রদর্শিত হবে অর্থাৎ কোনটি আগে, কোনটি পরে তা নির্দেশ করতে এর ব্যবহার।

৪। Access Lavel: আপনার মেন্যু কোন ধরনের ভিজিটর দেখবে অর্থাৎ রেজিষ্ট্রেশন কৃত ব্যবহারকারী নাকি সাধারন ভিজিটর তা নির্দেশ করতে এর ব্যবহার।

তাহলে নিজের মত করে সাজিয়ে নিন নিজের মত সব মেনু।


উৎস ও সত্তাধিকারী : রাসেল আহমেদ

1 টি মন্তব্য:

Powered By Blogger