পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ নভেম্বর, ২০১০

জুমলা টিউটোরিয়াল-০৬

এর আগে আমরা দেখেছি কম্পনেন্টস মেন্যুতে কি কি থাকে। মনে না থাকলে নিচে থেকে আরেকবার দেখে নিন কি কি থাকে


আমরা এর আগে ব্যানার সম্পর্কে জেনেছিলাম। এখন বাকীগুলো জানার চেষ্টা করি।

প্রথমেই আসি News Feed। এখানে দুটি মেন্যু আছে








১। Feeds: ফিড সম্পর্কে আশাকরি বলা লাগবে না। আপনি আপনার অন্য কোন সাইটের ফিড ভিজিটরকে দেখাতে চাইলে এটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইটের ফিডে এ সংযুক্ত হবে। যেমন আমার জুমলা ওয়েবসাইটের ফিড দেখানোর জন্য এখানে ক্লিক করলেই হবে। আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ফিড সংযুক্ত করতে পারেন। জুমলা ইনষ্টল করলে ডিফল্টভাবে সেখানে নিচের মত ফিড থাকে।


আপনি ফিডের শিরোনামের উপর ক্লিক করলে নিচের মত এডিটর প্যানেল পাবেন।




এখানকার বিভিন্ন স্থানের কাজ নিচে দেওয়া হল।

Name : ফিড এর শিরোনাম   
Published:     ফিড টি প্রকাশিত হবে কি/না তা নির্ধারণ
Category :     ফিডের ক্যাটাগরি নির্ধারণ 
Link : ফিডের একটি কার্যকরী লিংক
Number of Articles : ফিডে কতটি অর্টিকেল হবে তা নির্ধারণ। ডিফল্টভাবে ১০ টি দেওয়া থাকে

Order     : ফিডের অবস্থান নির্ধারণ

২। Category: বিভিন্ন ফিডের ক্যাটাগরি তৈরি বা ডিলিট করার জন্য।

Pools: পোল সম্পর্কে  আপনারা অনেকেই জানেন। এর বাংলা হল ভোটাভুটি। এখানে গিয়ে দেখুন একটা ভোট এর অপশন আছে। এরকম

প্রশ্ন আমার নতুন এই ওয়েবসাইটটি আপনাদের কেমন লাগছে?
উত্তর

খুবই ভাল
ভাল ই
মোটামুটি
দৃষ্টিকটু
খারাপ
জঘন্ন খারাপ

বামপাশে ভোট দিন আর ডানপাশে ফলাফল আছে। এটা সাইটে আনতে হলে পোল এ যেতে হবে।
এখানে গেলে নিচের মত আপনার পোল দেখতে পাবেন। ডিফল্টভাবে জুমলাতে একটি পোল থাকে





এর শিরোনামের উপর ক্লিক করলে নিচের মত এডিটর প্যানেল ওপেন হবে





এখানে বামপাশের মেন্যু গুলো

Title:       পোলের শিরোনাম
Alias:     কিওয়ার্ড
Lag:     কত সেকেন্ড পর একই ব্যবহারকারী ভোট দিতে পারবেন।
Published:     প্রকাশিত হবে কি/না।

এবং ডানপাশের মেন্যুগুলো

Option 1    
Option 2  
Option 3  
Option 4  
Option 5  
Option 6  
Option 7  
Option 8  
Option 9  
Option 10  
Option 11  
Option 12

তে আপনার উত্তরগুলো লিখুন।

তারপর বামপাশের সেভ বা এ্যাপ্লাই এ ক্লিক করুন। তাহলে আপনার সাইটে পোল সেট হয়ে যাবে।

Search: আপনার সাইটে কি কি কিওয়ার্ডে সার্চ করা হয়েছে তার তালিকা দেখতে পাবেন। তবে এজন্য আপনাকে উপরের ডানে Parameters এ ক্লিক করতে হবে তাহলে নিচের মত মেন্যু আসবে




উৎস ও সত্তাধিকারী : রাসেল আহমেদ

1 টি মন্তব্য:

  1. অনেক ধন্যবাদ , জুমলা শিখতে গিয়ে অনেক প্রব্লেম হচ্ছে , যদি পুরো পিডিএফ আকারে দিতে তাহলে আরেক্তু ভাও হত ।
    বাংলাদেশে www.bdtender.com‘ই প্রথম টেণ্ডার নটিফিকেসান সার্ভিস চালু করেছে

    উত্তরমুছুন

Powered By Blogger